দেড় বছরের বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনও
রুশ হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। তবে অভিযান চালিয়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল দখলে
নিয়েছে রাশিয়া। এত লম্বা সময় পার হলেও যুদ্ধ থামার নাম নেই অব্যাহত রয়েছে হামলা। এবার
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসায় হামলা চালিয়েছে রাশিয়া। গভীর রাতে ক্ষেপণাস্ত্র
দিয়ে চালানো এ হামলায় বন্দরটির একটি শস্য গুদাম ধ্বংস হয়ে গেছে।
সোমবার ইউক্রেনের সামরিক বাহিনী থেকে এ তথ্য জানিয়েছে। এএফপির এ প্রতিবেদনে
এ খবর জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রতিরক্ষা
বাহিনী জানিয়েছে, ‘দক্ষিণে ফের হামলা চালিয়েছে রুশ বাহিনী।’
ইউক্রেনের সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেন,
‘রাশিয়া আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা নিচ্ছে। তারা (রাশিয়া) জানে, বন্দরের
অবকাঠামো আমাদের অগ্রাধিকারে রয়েছে। আর এ কারণেই অঞ্চলটিতে হামলা বাড়াচ্ছে তারা।’
তবে হামলার বিষয়ে এখনও মুখ খোলেনি রাশিয়া।
আরআই