সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩

সাতক্ষীরার আশাশুনিতে পুকুরের পানিতে ডুবে রমজান আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি সদরের সরকারি হাইস্কুল সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

রমজান আলী একই এলাকার আব্বাস গাজীর ছেলে

স্থানীয়রা জানায়, রমজান আলী ওই পুকুরে গোসল করতে যায়। এর কিছুক্ষণ পরে  পুকুরের অপর প্রান্তে তার লাশ ভাসতে দেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বাজিৎ কুমার অধিকারী পানিতে ডুবে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর