অস্থায়ী চেকপোস্টে অটোরিকশা তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ আটক-৫

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩

সড়ক পথে সিএনজি চালিত অটোরিকশায় নিয়ে যাওয়ার সময় পাবনার চাটমোহরে ৮ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজন। এ সময় ৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে চাটমোহর জারদিস মোড়-মান্নাননগর আঞ্চলিক সড়কের জাবরকোল এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আটকরা হচ্ছে- অটোরিকশা চালক পাবনা সদর থানার কিসমত প্রতাপপুর গ্রামের সাইফুল ইসলাম, একই থানার পশ্চিম সাধুপাড়া গ্রামের মো. মিনহাজ, চর ভবানীপুর গ্রামের শামীম পারভেজ সলক, মো শিপন প্রাং ওয়াসিম প্রামানিক।

জানা গেছে, রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজন সোমবার সকালে জাবরকোল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। সেখানে যানবাহন তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় ওই অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। অটোরিকশাটিতে থাকা একটি ট্রাভেলস ব্যাগের ভেতরে ৮ কেজি পাওয়া যায়।

অটোরিকশাটি মান্নাননগরের দিকে থেকে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর