সড়ক পথে সিএনজি চালিত অটোরিকশায় নিয়ে যাওয়ার সময় পাবনার চাটমোহরে ৮ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজন। এ সময় ৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার
(২৫ সেপ্টেম্বর) সকালে চাটমোহর জারদিস মোড়-মান্নাননগর
আঞ্চলিক সড়কের জাবরকোল এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
আটকরা
হচ্ছে- অটোরিকশা চালক
পাবনা সদর থানার কিসমত প্রতাপপুর গ্রামের সাইফুল ইসলাম, একই থানার পশ্চিম সাধুপাড়া গ্রামের মো. মিনহাজ, চর ভবানীপুর গ্রামের
শামীম পারভেজ সলক, মো শিপন প্রাং
ও ওয়াসিম প্রামানিক।
জানা গেছে, রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের লোকজন সোমবার সকালে জাবরকোল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। সেখানে যানবাহন তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় ওই অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। অটোরিকশাটিতে থাকা একটি ট্রাভেলস ব্যাগের ভেতরে ৮ কেজি পাওয়া যায়।
অটোরিকশাটি মান্নাননগরের দিকে থেকে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি/সি/এমকে