ডলার বুকিংয়ে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৩

ফাইল ছবি

পরবর্তী বছর ডলারের দাম বর্তমানের চেয়ে এসএমএআরটি বা স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ শতাংশ পর্যন্ত বেশি নিতে পারবে ব্যাংক। ভবিষ্যতের জন্য ডলার বুকিং দেওয়ার ক্ষেত্রে এ নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এক বছরের জন্য এ বুকিং দেওয়া যাবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার অনুযায়ী, এ জন্য গ্রাহককে অতিরিক্ত অর্থ দিতে হবে। এখন যে পদ্ধতিতে ঋণের সুদহার নির্ধারিত হয়, তার মাধ্যমে এটা নির্ধারণ হবে। এটা স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি (এসএমএআরটি) বিল হিসেবে পরিচিত।

এখন আমদানিতে ডলারের দাম ১১০ টাকা। সে হিসাবে কেউ পরবর্তী বছরের জন্য ডলারের বুকিং দিতে চাইলে প্রতি ডলারে ১২৩ টাকার মতো পরিশোধ করতে হবে তাকে। মাসভিত্তিক দাম হলে এটা মাস হিসেবে কমে আসবে।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর