বড় বিপদের আশঙ্কা

১৮ জানুয়ারী ২০২২

দেশে আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। চলতি বছরে ও চলতি মাসের শুরু থেকে কয়েকদিনের ব্যবধানে ১০’এর নিচ থেকে লাফিয়ে ২০-এ দাঁড়িয়েছে দৈনিক সংক্রমণের হার। মুখে ঠিকমতো মাস্ক পড়াসহ করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে এটাকে প্রতিহত করার চেষ্টা শক্তিশালী না করলে বিপদের বড় আশঙ্কা আছে। এ বিপদের আশঙ্কার কথা জানিয়েছেন খোদ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। সোমবার (১৭ জানুয়ারি) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে দেশে করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন  ডা. এ বি এম খুরশীদ আলম।

গতবছর বছরের মাঝামাঝিতে তাণ্ডব চালায় করোনার ডেল্টা ধরণ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘লকডাউন’ (কঠোর বিধিনিষেধ) আরোপ করে সরকার। এতে থমকে দাঁড়ায় দেশের অর্থনীতির চাকা।

এদিকে গেল কয়েকদিনে দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ১৮ শতাংশ বেড়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এভাবে বাড়লে এক থেকে দেড় মাসের মধ্যে হাসপাতালে জায়গা হবে না। এ নিয়ে সরকারও চিন্তিত, আতঙ্কিত। সচিবালয়ে সোমবার (১৭ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেল্টা ভ্যারিয়েন্টের পুরো সময়েও সংক্রমণ এত দ্রুতগতিতে বাড়েনি। মানুষ বেপরোয়াভাবে চললে এটা বাড়তে থাকবে।  হাসপাতালে জায়গা না থাকলে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়বে। তাই করোনা থেকে সুরক্ষিত থাকতে সবাইকে মুখে ঠিকমতো মাস্ক পড়া, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি  মেনে চলার পরামর্শ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, এখন দেশে বেশিরভাগ করোনা রোগীই ওমিক্রনে সংক্রমিত। গত ১০ দিনের মধ্যে ঢাকায় করা নমুনা পরীক্ষা ও জিনোম সিকোয়েন্সে দেখা গেছে- ওমিক্রন এখন ৬৯ শতাংশে উন্নীত হয়েছে। আগে ছিল ১৩ শতাংশ।  ঢাকার বাইরেও একই হার হবে বলে মনে করছেন তিনি।

অন্যদিকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানিয়েছেন, আক্রান্তের হার বেড়ে যাওয়া অশুভ ইঙ্গিত। শনাক্তের হার দুই সপ্তাহ আগেও দুইয়ের নিচে ছিল। সোমবার ২০ দশমিক ৮৮ শতাংশে দাঁড়িয়েছে। তিনি জানান, অনেকে ভাবছে ওমিক্রনে ভয়ের কারণ নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আইইডিসিআরের বরাত দিয়ে তিনি জানান, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের হার বেশি। ওমিক্রন বাড়ছে, ডেল্টার মতো না। ঢাকায় ওমিক্রনের হার বেশি। সামগ্রিকভাবে সব জায়গায় ডেল্টার প্রাধান্য  বেশি, অন্যান্য শহরে ওমিক্রন নেই। এখানে যেটা বাড়ছে ,সেটা ডেল্টা ভ্যারিয়েন্ট।

এমকে

 


মন্তব্য
জেলার খবর