সাফল্য পেয়েছেন কৃতি শ্যানন

১৪ মার্চ ২০২১

 কৃতি শ্যানন একজন মেধাবী ছাত্রী।  ইঞ্জিনিয়ারিং পাশ করে যে কোনও চকচকে কর্পোরেট অফিসে নিশ্চিন্তে কাজ করতে পারতেন। কিন্তু অভিনয় জগতের টানে দিল্লি থেকে মুম্বাই আসেন। এক সাক্ষাৎকারে কৃতি জানিয়েছেন, বলিউডে তার এ যাবৎ জার্নির কথা। অন্য শহর এবং অন্য পেশা থেকে এখানে এসেই তাড়াহুড়ো করে সাফল্য চাননি তিনি। ধীরে ধীরে অনেক ধৈর্য রেখে এগিয়েছেন। আর তার এই ধৈর্য তাকে সফলতার মুখ দেখিয়েছে।

কৃতি বলেছেন, যখন কেউ বহিরাগত হয়ে মুম্বাইতে আসেন, তার কাছে অনেক কিছুই অজানা থাকে। সেই ব্যক্তিকে তখন তার ম্যানেজার আর কিছু এজেন্সি চালিয়ে নিয়ে যান। কৃতির ক্ষেত্রে যদিও এমনটা হয়নি। তার নিজস্ব মতামত ছিল খুব দৃঢ়। ২০১৪ সালে প্রথম সিনেমা মুক্তি পায় কৃতির। কিন্তু নায়িকা জানিয়েছেন যে এখনও প্রতি সিনেমা মুক্তির আগে তার খুব নার্ভাস লাগে। প্রথম সিনেমা খুব গুরুত্বপূর্ণ একজন অভিনেতার কাছে, এটা মনে করেন কৃতি। কারণ এখান থেকেই একজন অভিনেতার কেরিয়ার শুরু হয়।

নিজেকে একজন ক্ষুধার্ত অভিনেতা বলে ভাবতে ভালোবাসেন কৃতি। তিনি অভিনয় নিয়ে খুব উচ্চাকাঙ্ক্ষী। রাবতা ছবিতে নিজের অভিনয় প্রতিভা দেখানোর সুযোগ পান তিনি। আর এখান থেকেই তার সঙ্গে জুড়ে যায় সুশান্ত সিং রাজপুতের নাম। পরে অবশ্য দু'জনের ব্রেক-আপ হয়ে যায়। 


মন্তব্য
জেলার খবর