স্যাংশন নাটক শুরু হয়েছে: বাহাউদ্দিন নাসিম

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম বলেছেন- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্ব আলোচনায়, বিশ্বের রোলমডেল ঠিক তখনই স্যাংশন নাটক শুরু হয়েছে। স্যাংশন নাটকের অবসন হলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।

সোমবার ( ২৫ সেপ্টেম্বর ) বিকালে সাতক্ষীরা শহরের টিপিআই মাঠে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী ফিরোজ হাসান সম্মেলনে সভাপতিত্ব করেন।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আ বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। যদি কেউ প্রতিহত করার চেষ্টা করে, তাহলে আওয়ামী লীগ অস্ত্রের জবাব অস্ত্র দিয়েই করবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি।

বিএনপির সমালোচনা করে বাহাউদ্দিন নাছিম আরও বলেন- আন্দলনের নামে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নি সংযোগ আর দুর্নীতির জন্য এ দেশের মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখান করেছে। কারণে জনগন তাদের ভোট দেবে না জেনে বিদেশি বন্ধুদের হাতে- পায়ে ধরে ভোট বানচাল করার ষড়যন্ত্র করছে।

সম্মেলনে আরও বক্তব্য দেন- ডা. .. রুহুল হক এমপি, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, এস এম জগলুল হায়দার এমপি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে ফজলুল হক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক .কে.এম আফজালুর রহমান বাবু, সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল

সায়েম প্রমুখ।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর