দরকার দ্রুত সংস্কার

নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর ২০২৩

null

সরকার দুই-শতাংশ প্রণোদনা দেওয়ার পরও বর্তমানে প্রবাসী আয় আশানুরূপভাবে বাড়ছে না। তাই  প্রবাসী আয় সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সংস্কার দ্রুত হাতে নেওয়া প্রয়োজন। এটা করা গেলে প্রবাসী আয় দিয়েই বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ অনেক সঙ্কট মোকাবিলা সম্ভব হবে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা পিএফএম সম্মেলনে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বিষয়টি জানিয়েছেন।  রাজধানী ঢাকার কাওরান বাজারের একটি হোটেলে বিশ্বব্যাংক বাংলাদেশ সরকার যৌথভাবে সম্মেলন করে।

 

অর্থমন্ত্রী জানান,এ প্রণোদনা সুবিধা দেওয়ার পর দেশে প্রবাসী আয়ের যে প্রবাহ তৈরি হয়, সেটা ধরে রাখা যায়নি। কাজের জন্য প্রতিবছর অনেক মানুষ বিদেশে যাচ্ছেন। বর্তমানে এক কোটি মানুষ বিদেশে কাজ করলেও প্রবাসী আয় সেভাবে বাড়ছে না।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্য মন্ত্রী মুস্তফা কামাল বলেন, প্রবাসী আয় বাড়ানোর জন্য এভিডেন্স বা তথ্য-প্রমাণনির্ভর পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। মাইক্রো লেভেলে কেস টু কেস উদাহরণ দেখলে প্রবাসী আয় রাজস্ব বাড়বে।

সম্মেলনে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের গভর্ন্যান্স গ্লোবাল প্র্যাকটিস দফতরের ব্যবস্থাপক হিশাম ওয়ালি বিশ্বব্যাংকের বাংলাদেশপ্রধান (কান্ট্রি ডিরেক্টর) আবদুলায়ে সেক সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান, মোহাম্মদ তারেক, ফজলে কবীর, মোহাম্মদ মুসলিম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর