মন্তব্য
দেশের কোথায় কোথায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
পূর্বভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে বিভাগগুলোর মধ্যে রংপুর ও ময়মনসিংহের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটর কিছু জায়গায় এবং খুলনা ও খুলনার দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে।
বিডি/এন/এমকে