ভয়ঙ্কর আব্রামস ট্যাংকের প্রথম চালান হাতে পেল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩

প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রদত্ত আব্রামস ট্যাংকের প্রথম চালান হাতে পেয়েছে ইউক্রেন সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম বার্তায় তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  

এর আগে এ বছরের শুরুতে কিয়েভকে ৩১টি আব্রামস ট্যাংক দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। খবর নিউইয়র্ক টাইমস

প্রথম চালানে পাওয়া ট্যাংকের সংখ্যার বিষয়ে কোনো তথ্য জানাননি জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এসব ট্যাংকের সঙ্গে সাঁজোয়া যানবিধ্বংসী ইউরেনিয়ামসমৃদ্ধ ১২০ মিলিমিটারের গোলা দেওয়া হবে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে ইউক্রেনে আব্রামস ট্যাংক পাঠানোর ঘোষণা দেন। তার আগে ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি।

 আব্রামস ট্যাংকে ১৫শ অশ্বক্ষমতার গ্যাস টারবাইন ইঞ্জিন রয়েছে। ঘণ্টায় এর গতি ৬৭. কিলোমিটার আর সর্বোচ্চ রেঞ্জ ১ হাজার ৫ কিলোমিটার। ট্যাংকটি পরিচালনা করতে চারজন ড্রাইভার, একজন কমান্ডার, একজন লোডার একজন বিশেষ বন্দুকধারীর (গানার) প্রয়োজন হয়।

 

বিডি/আই/এমকে


মন্তব্য
জেলার খবর