ইনজুরির কারণে লম্বা সময় দলের সাথে থাকা হয়নি তামিম ইকবালের। দীর্ঘ সময়
পর দলে ফিরে নিজের সামর্থের পরিচয় দিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে রান পেয়েছেন।
ব্যাটারদের আসা-যাওয়ার দিনে দলের স্কোরে অবদান রাখেন তামিম। অর্ধ শতকের খুব কাছে গিয়ে
আউট হন। তবে এখনও পুরোপুরি ফিট নন বলে জানিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ
ম্যাচ থেকে সরিয়ে নিয়েছেন তিনি।
নিজের ইনজুরির কথা বোর্ডের দল নির্বাচকদের বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন
তামিম। বিসিবির সূত্রের বরাত দিয়ে কিছু গণমাধ্যম বলছে, তামিম নির্বাচকদের বলেছেন, যদি
তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা (শতভাগ ফিট নন) মেনে নিয়েই নিতে হবে। তবে দলে
থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন। পিঠের সমস্যা এখনও আছে বলেও জানান
তিনি।
ততে তামিমের এমন বক্তব্যে চটেছেন অধিনায়ক সাকিব আল হাসান।
আরআই