মন্তব্য
নিউজিল্যান্ডে মুসলিম বিদ্বেষের কথা অকপটে স্বীকার করলেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। নারী হিসেবে পোশাকের কারণে আর শিশুরা স্কুলে সব থেকে বেশি প্রতিহিংসার শিকার বলেও উল্লেখ করেন তিনি।
ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার দুই বছর পূর্তির আয়োজনে তিনি এ নিয়ে কথা বলেন। প্রতিশ্রুতি দেন, ধর্ম ও বর্ণবাদ বিষয়ক বিরূপ মনোভাবের মূলোৎপাটন করতে। এছাড়া হামলায় ৫১ জন নিহত ব্যক্তিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন পরিবারের সদস্যরা।
জাসিন্ডা আডার্ন বলেন, সন্ত্রাসী হামলার পর, আমি অনেক মুসলিম নারীর সঙ্গে কথা বলেছি। তাদের দেখে মুসলিম বলে চিহ্নিত করা যায় বিধায় তারা হয়রানির শিকার হয়েছেন। স্কুলে সুমলিম শিশুরা হয়েছে বর্ণবাদের তীরবিদ্ধ। এটা একটা ভয়াবহ ও অমানবিক ঘটনা। চেষ্টা করে যাচ্ছি এমনটির সর্বাত্মক পরিবর্তন ঘটাতে।