ধামইরহাটে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরুর জবাই, কসাইয়ের জরিমানা

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৩

নওগাঁর ধামইরহাটে জবাইয়ের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা লাইসেন্স ব্যতীত গরু জবাই করায় স্থানীয় কসাই ইদ্রিস আলী (৪৫) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ধামইরহাট বাজারে এ ঘটনা ঘটে।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোসা. জেসমিন তাকে জরিমানার আদেশ দেন। গরুটি রোগাক্রান্ত ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী।

ইদ্রিস আলী উপজেলার দৌলতপুর গ্রামের কসাই মৃত আব্দুল গফুরের ছেলে। প্রত্যন্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

জানা যায়, নিজের কেনা গরুটি প্রাণ যায় যায় অবস্থায় জবাই করেন ইদ্রিস আলী। মাংস বিক্রির জন্য ধামইরহাট বাজারে নিয়ে আসার প্রস্তুতি নেয়।


গোপনে সংবাদ পেয়ে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর উপজেলা প্রশাসন দৌলতপুর গ্রামে গিয়ে ঘটনার সত্যতা পায়।


সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোসা. জেসমিন। 

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর