এশিয়া-ইউরোপের সীমান্তবর্তী দেশ আজারবাইজানের একটি জ্বালানি বিস্ফোরণের
লাগার ঘটনায় ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
আর্মেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার (২৫ সেপ্টেম্বর)
আজারবাইজানের নাগোর্নো-কারাবাখ অঞ্চলের স্টেপানাকার্ট শহরে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ
বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ৩০০ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তবে কীভাবে এ বিস্ফোরণের সূত্রপাত হয়েছে
তা এখন পর্যন্ত জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাগোর্নো-কারাবাখের মানবাধিকার ন্যায়পাল গেঘাম স্টেপানিয়ান
লিখেছেন, জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে
বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের জন্য অঞ্চলটির হাসপাতালে পর্যাপ্ত জায়গা নেই।
আরআই