আজারবাইজানে জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

রবি
২৬ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া-ইউরোপের সীমান্তবর্তী দেশ আজারবাইজানের একটি জ্বালানি বিস্ফোরণের লাগার ঘটনায় ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

 

আর্মেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার (২৫ সেপ্টেম্বর) আজারবাইজানের নাগোর্নো-কারাবাখ অঞ্চলের স্টেপানাকার্ট শহরে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ৩০০ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তবে কীভাবে এ বিস্ফোরণের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে নাগোর্নো-কারাবাখের মানবাধিকার ন্যায়পাল গেঘাম স্টেপানিয়ান লিখেছেন, জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের জন্য অঞ্চলটির হাসপাতালে পর্যাপ্ত জায়গা নেই।

 

আরআই


মন্তব্য
জেলার খবর