মন্তব্য
পাল্টাপাল্টি হামলায় আবারো উত্তপ্ত ইয়েমেন। হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের সানায় বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি জোট।
এদিকে, যুদ্ধ বন্ধ করে হাউথি বিদ্রোহীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর ইরান বলছে, নিজেদের প্রতিরক্ষার জন্য সৌদি আরবে হামলার অধিকার রয়েছে হাউথিদের।
ইয়েমেনে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে হাউথ বিদ্রোহীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণায়ের মুখপাত্র নেড প্রাইস।