আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি সাতক্ষীরা শিক্ষা সমিতির

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৩

মন্ত্রণালয়সহ ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে  বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা জেলা ইউনিট।


এ দাবি আদায়ে আগামী অক্টোবর কর্মবিরতি পালন শিক্ষা ক্যাডারের দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে ১০থেকে ১২ অক্টোবর টানা তিনদিন কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এক সংবাদ সম্মেলন দাবি জানানোসহ এ কর্মসূচি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বসুদেব বসু।

সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন- বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা জেলা ইউনিটের সহসভাপতি প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান প্রফেসর আমানুল্লাহ আল হাদী, সাধারণ সম্পাদক অলিউর রহমান, যুগ্ম সম্পাদক শফিকুর রহমান, নির্বাহী সদস্য প্রফেসর আবুল কালাম আজাদ, প্রফেসর আবুল হাসেম, প্রফেসর বলাই চন্দ্র ঘোষ প্রমুখ।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর