গরমে প্রশান্তি দেবে স্পেশাল লাচ্ছি

International
২৬ সেপ্টেম্বর ২০২৩

তপ্ত রোদে শরীরকে চাঙ্গা করতে প্রয়োজন ঠান্ডা পানীয়। স্পেশাল লাচ্ছি পান করলে গরমের অসস্তি দূর হয়ে পাবেন প্রশান্তি।
চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণঃ
টক দই,
লেবু,
বিটলবন,
গুড়া দুধ,
টমেটো সস,
পুদিনা পাতা,
ঠান্ডা পানি,
চিনি।

প্রনালীঃ

সবগুলো উপকরণ একটি ব্লেন্ডার জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করুন। ব্লেন্ড শেষ হলে গ্লাসের মাথায় রুহ আফজা লাগিয়ে সুন্দর করে সার্ভ করুন। ব্যাস হয়ে গেল স্পেশাক লাচ্ছি।


মন্তব্য
জেলার খবর