বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সাড়ে ঊনপঞ্চশ কোটি টাকা বিনিয়োগ করবে এশিয়ান
ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। আগামী পাঁচ বছর ধরে এসব বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অর্থমন্ত্রণালয়ের
জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো
হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ ও ২৬ সেপ্টেম্বর মিশরের শারম আল শেখে এশিয়ান
ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) বোর্ড অব ডাইরেক্টরসের ৮ম বার্ষিক
সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের বার্ষিক সভায় জলবায়ু অর্থায়ন এবং পাবলিক ও প্রাইভেট বিনিয়োগের
মধ্যে সেতু বন্ধনের উপরে জোর দেওয়া হয়। সভায় বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সর্ম্পক বিভাগের
সচিব মিজ শরিফা খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। শরিফা খান সভায় জলবায়ু
সহিষ্ণু অবকাঠামো নির্মাণে অধিক অর্থায়নের জন্য উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, এবারের বার্ষিক সভার মূল প্রতিপাদ্য Sustainable Growth in
a Challenging World অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। কেননা বিশ্ব সম্প্রদায়, উন্নত
থেকে উন্নয়নশীল সব দেশই এই মুহূর্তে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি। যার বেশিরভাগই রাশিয়া-ইউক্রেন
যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ইত্যাদির কারণে উদ্ভূত। বিশেষ করে জলবায়ু
সহিষ্ণু অবকাঠামো নির্মাণ বর্তমান সময়ে অত্যন্ত জরুরি।
মিজ শরিফা খান আরো বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনে
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে আছে। তাই বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলো
জলবায়ু পরিবর্তন এবং আসন্ন সঙ্কট এড়াতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য অংশীদারীত্বের বিষয়ে
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় এআইআইবি সভাপতি এবং বোর্ডের চেয়ারম্যান জিন লিকুন জলবায়ু পরিবর্তন
মোকাবিলায় সদস্যদের প্রচেষ্টায় একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী
জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় এআইআইবি সদস্যদের পাশে থাকবে।
আরআই