আগামী বছরের শুরুতে দেশের জাতীয় সংসদ নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
যাতে অবাধ-সুষ্ঠু হয়, সে ব্যাপারে গুরুত্বারোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি অবাধ
নির্বাচন অনুষ্ঠানের পথে যারা বাধা সৃষ্টি করবে, তারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না
বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটি। এদিকে গত ৭ মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক
রপ্তানি কমেছে এক-তৃতীয়াংশ। তবে আমেরিকার এ ভিসানীতি দেশের পোশাকখাতে প্রভাব ফেলবে
না বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি
ফারুক হাসান।
মঙ্গলবার পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে
তিনি এ কথা বলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, আমেরিকার ভিসানীতি
আগেও ছিল, এখনও আছে। পোশাকখাতের যেকোনো সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের
বাজারে যেভাবে যোগাযোগ রয়েছে, তাতে ভিসা নীতির কারণে বর্তমানে দেশের পোশাক খাতে কোনো
সমস্যা হবে না।
তিনি বলেন, ‘এরকম সঙ্কটময় পরিস্থিতিতে বাজার
ধরে রাখর জন্য আমাদের প্রতিযোগী দেশগুলো ব্যবসা সহজীকরণের জন্য উঠেপড়ে লেগেছে। বিভিন্ন
ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, আমাদের সরকারও শিল্পের
স্বার্থে বিভিন্ন সময় ব্যবসাবান্ধব, রফতানিবান্ধব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এতে
করে শিল্প উপকৃত হয়েছে। তারপরেও আমাদের কারখানাগুলো মূল্যভিত্তিক প্রতিযোগিতায় টিকে
থাকতে প্রচণ্ড সংগ্রাম করছে। এ পরিস্থিতিতেও কাস্টমস এবং বন্ডের সমস্যাগুলো আমাদের
চরমভাবে বাধাগ্রস্ত করছে।
এদিকে এ মাসের শুরুর দিকে দেশের ১০টি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে
অর্থ পাচারের অভিযোগ আনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তবে অর্থ পাচারের বিষয়টি
ভুয়া অবিহিত করে বিজিএমইএ সভাপতি বলেন, ‘এভাবে মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে তুলে ধরে
জাতির কাছে শিল্পকে ছোট করাটা আমরা একটি অপচেষ্টা বলে মনে করি। আমরা এই ধরনের কর্মকাণ্ডের
তীব্র নিন্দা জানাই, এবং প্রত্যাখান করছি।’
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কিছু বিচ্ছিন্ন অভিযোগ তদন্ত না করেই ঢালাওভাবে
প্রচার করা হয়েছে, যা পোশাক শিল্পের জন্য ক্ষতিকর বলেও জানান তিনি।