আসছে করোনার চেয়ে ভয়াবহ রোগ ‘এক্স’, ৫ কোটি মৃত্যুর আশঙ্কা

রবি
২৭ সেপ্টেম্বর ২০২৩

করোনাভাইরাসের ভয়াবহতার বেশ এখনও কাটেনি। ভাইরাসটিতে ঊনসত্তর লক্ষের বেশি মানুষ মারা গেছেন। এরই মধ্যে নতুন ভাইরাসের কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিজ্ঞানীরা নতুন এ ভাইরাসটির নাম দিয়েছেন ‘এক্স’। এটি ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের কারণে হতে পারে বলে ধারণা করছেন তারা। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

এ প্রতিবেদনে যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্সের সাবেক প্রধান কেট বিংহামের একটি সাক্ষাতকার প্রচারিত হয়েছে। নতুন এ রোগটি ছড়িয়ে পড়ছে করোনা মহামারির চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করছেন কেট।

 

তিনি বলেছেন, ‘ব্যাপারটি এভাবে বলা যেতে পারে: ১৯১৮-১৯ সালের ফ্লুতে বিশ্বব্যাপী অন্তত ৫ কোটি মানুষ মারা যায়। প্রথম বিশ্বযুদ্ধে যত লোক মারা যান, এ সংখ্যা তার দ্বিগুণ। নতুন কোনো রোগে এমন সংখ্যক মৃত্যুই দেখা যেতে পারে বিশ্বে। এ রোগ এরই মধ্যে দেখা দিয়েও থাকতে পারে।’

 

এই রোগ থেকে বাঁচতে এখনই বিশ্ববাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে কেট বিংহাম বলেন, ‘এবার আর টিকা নিয়ে সময় লাগালে হবে না। গণটিকা কার্যক্রম চালাতে হবে দ্রুত।’

 

পৃথিবীতে এখনো অনেক ভাইরাস রয়েছে। বিজ্ঞানীরা ২৫টি ভাইরাস ‘পরিবার’ সম্পর্কে জানতে পেরেছেন। এর প্রতিটিতে আছে বিভিন্ন ধরনের হাজার হাজার ভাইরাস। এসব ভাইরাস এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে যেতে পারে। ফলে যেকোনো সময় যেকোনো ভাইরাস থেকে মহামারি সৃষ্টি হতে পারে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর