মন্তব্য
মত প্রকাশের স্বাধীনতার নামে ইউরোপের বিভিন্ন দেশে ইসলাম বিদ্বেষের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এবার সুইডেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের এসকিলস্টোনা শহরের মসজিদে ইসলাম বিদ্বেষী কর্তৃক আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন লাগিয়ে দেওয়ার ফলে মসজিদটি এতো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
মসজিদের গণসংযোগ কর্মকর্তা আনাস দেনেচে বলেছেন, পুলিশি তদন্তে দেখা যাচ্ছে
ইচ্ছাকৃতভাবে মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে ইসলাম-বিদ্বেষীরা কয়েক দফায় মসজিদে
হামলা চালানোর হুমকি দিয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, মসজিদে যখন আগুন দেওয়া হয়, তখন সেখানে কেউ ছিলেন না। এ কারণে
কোনো ব্যক্তি হতাহত হননি। খবর পার্সটুডের।
আরআই