লোকবল নিয়োগ দেবে বাংলালিংক

International
২৭ সেপ্টেম্বর ২০২৩

জনবল নিয়োগে বাংলালিংক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইনফ্রাস্ট্রাকচার রোলআউট এবং ফাইবার অপারেশনের প্রধান পদে লোকবল নিয়োগ দেবে। তবে পদসংখ্যা নির্ধারিত নয়।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের জন্য প্রার্থীর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি থাকতে হবে। এছাড়া আরএএন এবং ট্রান্সমিশন প্রকল্প ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান, অ্যাক্রুয়াল, বাজেট বিশ্লেষণের উপর ভালো জ্ঞান, ওরাকল ইআরপি অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা থাকতে হবে। 

উক্ত পদে ১০-১২ বছর অভিজ্ঞতা থাকতে হবে। তবে বয়সসীমার কোনো প্রয়োজন নেই। বেতন আলোচনা সাপেক্ষে। 

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

গত ২৫ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।  


মন্তব্য
জেলার খবর