মন্তব্য
বিয়ে কিংবা পার্টির সাজে গর্জিয়াস লুক এনে দিতে পারে জমকালো বড় দুল। তবে ভারী কানের দুল দীর্ঘক্ষণ পরে থাকলে কানে ব্যথা হওয়া খুব স্বাভাবিক। এজন্য ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে বড় ও ভারী দুল পরতে পারেন না। তবে ভারতীয় ত্বকরোগ বিশেষজ্ঞ ডা. অপরাজিতা লাম্বা এ বিষয়ে কিছু টিপস শেয়ার করেছেন-
ভারি দুল পরলে কানের লতিতে টান পরে তাই ব্যথা হয়। এমনকি কানের লতি কেটেও যেতে পারে। তাই কানের দুল পরার আগে অবশ্যই ‘ইয়ার প্যাচেস’ ব্যবহার করুন। এগুলো দোকানে বা ই-কমার্স ওয়েবসাইটে পাওয়া যায়। কানে ভারী দুল পরার আগে কানের উল্টো পাশে ইয়ার প্যাচেস লাগিয়ে নিন। তারপর দুল পরুন।
চেইন দেওয়া বা টানা অংশযুক্ত কানের দুল পরার চেষ্টা করুন। এগুলো পরলে দুলের সম্পূর্ণ ওজন কানের লতির উপরে পড়বে না। তাই কানে ব্যথা হওয়ার ঝুঁকি কমে যাবে।