জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণ দাবিতে সাতক্ষীরায় প্রতিকী ধর্মঘট

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণের দাবি জানিয়ে প্রতিকী ধর্মঘট পালন করেছে  সাতক্ষীরার যুবরা।

বুধবার (২৭সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ প্রতিকী ধর্মঘট হয়।

গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময়  বক্তব্য দেন- ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী দীপ্তি মন্ডল, ফারজানা, আসমা উল হুসনা, তানজিলা খাতুন, খুশি দেবনাথ সহকারি শিক্ষক কনক মন্ডল প্রমুখ। বক্তরা বলেন, অধিক হারে কার্বন নিঃসরণকারী দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের দায় নিতে হবে। ন্যায্য ক্ষতিপূরণ প্রদান কার্বন নিঃসরণের হার কমাতে তাদের বাধ্য করার জোর দাবি জানান তারা।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর