নাটোরের গুরুদাসপুর উপজেলায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ। চলতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
স্কুল,কলেজ,কারিগরি ও মাদ্রাসা- এ চার শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ টি ক্যাটাগরিতে ১শ নম্বরের মুল্যায়ন প্রতিবেদনের আলোকে সেরা নির্বাচিত করা হয়।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ডিজিটাল শিক্ষা ভবন অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে কলেজটির প্রধানের হাতে স্বীকৃতির সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের সভাপতি মো.আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, একাডেমিক সুপার ভাইজার বজলুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল উদ্দিন বলেন-শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বয় এবং তাদের আন্তরিকতায় এ বিদ্যাপীঠএকটি আলোকিত প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি তাদের দায়িত্ব ও দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার মান ধরে রেখে অবকাঠামো উন্নয়ন,ডিজিটাল শ্রেণী কার্যক্রম, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, ক্রীড়া, সাংস্কৃতিসহ সব ক্ষেত্রে সমগুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছেন তিনি। এ অর্জন তারই সাক্ষ্য বহন করে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার জানান, প্রতিবছর ১৬ ক্যাটাগরির ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করতে সাবকমিটি গঠন করা হয়। তাদের মুল্যায়ন প্রতিবেদনের আলোকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়।
বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে