পাবনার চাটমোহরে নিজেদের বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছে আরাফাত
নামের এক শিশু। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে মল্লিকপুর
গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আনুমানিক ৮-৯ বয়সী আরাফাত ওই গ্রামের আশরাফুল
ইসলামের ছেলে।
আরাফাতের মায়ের বরাত দিয়ে একই গ্রামের বাসিন্দা ডাবলু
জানান, শিশুটি গোসল করতে ওই পুকুরের পানিতে নেমেছিল। এরপর ডুবে যায়।
স্বজনরা তাকে উদ্ধারে পুকুরে নেমে খুঁজতে থাকে। এর কিছু সময় পর তাকে পাওয়া
যায়।
ডাবলু জানান- আমি যখন ওই পুকুরপাড়ে যাই, তখন শিশুটির
পেটে চাপ দিয়ে পানি বের করা হয়। এ সময় শিশুটি অচেতন ছিল। এরপর তিনি ও
আরেকজন মোটরসাইকেলে আরাফাতকে তুলে নিয়ে দ্রুত চাটমোহর হাসপাতালে যান।
সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ডাবলু আরও জানান- আশরাফুল
ইসলামের দুই সন্তান, দুটিই ছেলে। আরাফাত বড়। তার ছোট ভাইয়ের বয়স এক বছরের
কিছুটা বেশি হতে পারে। আশরাফুল কখনো ভ্যান চালায়, কখনো রাজমিস্ত্রির কাজ করেন। এদিকে এ ঘটনায় আশরাফুলের পরিবারে মাতম চলছে।
বিডি/সি/এমকে