উলিপুরে ৪৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে ৪৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এগুলোর মধ্যে নব জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের সংখ্যাই বেশি। প্রধান শিক্ষক না থাকায় পাঠদানসহ দাপ্তরিক কাজগুলো সহকারি শিক্ষকদেরকেই ভাগাভাগি করে সারতে হচ্ছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে বিরুপ প্রভাব পড়ছে।  দ্রুতই সঙ্কট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের।

জানা গেছে, এ উপজেলায় একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২শ’ ৬৮টি। সম্প্রতি জাতীয়করণ হওয়া বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক পদ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় ওই বিদ্যালয়গুলোতে ঝুলে আছে প্রধান শিক্ষকের পদায়ন।

নুরপুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, আমাদের যোগ্যতা থাকার পরও প্রধান শিক্ষক হিসেবে পদায়ন করা হয়নি। তাই আমরা উচ্চ আদালতের দারস্থ হয়েছি।

উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই এসব সমস্যার সমাধান হবে।

 

বিডি/রোকন মিয়া/সি/এমকে


মন্তব্য
জেলার খবর