সড়ক ভেঙে দুই ভাগ, ভোগান্তি এলাকাবাসীর

নীলফামারী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৩

নীলফামারীর ডোমারের সদর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার বাইপাস দিয়ে মহাসড়ক উঠার সড়কটির মাঝখানে ভেঙে দুই ভাগ হয়ে গেছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। প্রায় সপ্তাহখানেক হচ্ছে এমন পরিস্থিতি সেখানে। ফলে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ যাত্রীদের। গত ২২ সেপ্টেম্বর রাতে বৃষ্টির পানির তোড়ে ভেঙে যায়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, এ সড়কে যাতায়াতে ভাঙন অংশে মোটরবাইক, ভ্যান রিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল একেবারে অসম্ভব পড়েছে। সাইকেল চালকেরা নেমে হেঁটে সাইকেল কাঁধে নিয়ে পার হচ্ছেন।

এলাকার নাজমুল ইসলাম বলেন, 'বৃষ্টিপাতের কারণে রাস্তা ভেঙে গেছে। মহাসড়কের পাশে রয়েছে ইটভাটা। সব সময় রাস্তা দিয়ে রিকশা-ভ্যানসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। রাস্তা ভাঙা থাকায় অনেকেই গাড়ি নিয়ে ঘুরে যাচ্ছে। দ্রুত রাস্তা সংস্কার করা না হলে রাতের আধারে অনেকেই দুর্ঘটনায় পড়তে পারেন।'

ডোমার সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহমেদ জানান, রাস্তা সংস্কারের ব্যাপারটি এলজিইডি অফিসের। আমি তাদের সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা তেমন গুরুত্ব দেখায়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দু’-একদিনের মধ্যে নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করবো।

উপজেলা প্রকোশলী মোস্তাক আহমেদ জানান, রাস্তা ভাঙার ব্যাপারে আমাদের কেউ জানায়নি। আবহাওয়া ভালো থাকলে রাস্তাটির সংস্কার কাজ দ্রুত শুরু হবে।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর