মন্তব্য
প্রায় এক মাস পর দেশে সোনার দাম নতুন করে নির্ধারণ করেছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে সোনার দাম কমেছে। ভরিতে ১ হাজার ২৮৪ টাকা কমানো হয়েছে সবচেয়ে ভালো মানের সোনার দাম।
বুধবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দর বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
নতুন দরে ভরি প্রতি ২২ ক্যারেট ৯৯ হাজার ৯৬০ টাকা, ২১ ক্যারেট ৯৬ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেট ৮২ হাজার ৮১৪ টাকা এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৬৯ হাজার ৫১ টাকায় কেনাবেচা হবে সোনা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিডি/ই/এমকে