জেলা পর্যায়ে লোকবল নেবে সিটি ব্যাংক

International
২৮ সেপ্টেম্বর ২০২৩

সিটি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভাগ ও জেলা পর্যায়ে শাখা অপারেশন ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে। তবে পদসংখ্যা নির্ধারিত নয়। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হবে।

প্রার্থীকে যে কোনো বিষয়ে ৪ বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। সাধারণ ব্যাংকিং, বাংলাদেশ ব্যাংক রিপোর্টিং, শাখা কমপ্লায়েন্স এবং অডিট সংক্রান্ত বিষয় ভালো জ্ঞান থাকতে হবে। এছাড়াও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে কাজ করতে সক্ষম হতে হবে। অবশ্যই উক্ত পদে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট যেকোনো বিভাগে বা জেলা পর্যায়ে পোস্টিং হতে পারে। নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারেন। 

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় আগামী ০৫ অক্টোবর ২০২৩

২৬ সেপ্টেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ অক্টোবর পর্যন্ত।



মন্তব্য
জেলার খবর