শিশুর জন্য পুষ্টিকর সকালের নাস্তা

International
২৮ সেপ্টেম্বর ২০২৩

শিশুর সারাদিন যেন প্রাণচ্ছ্বল কাটে তা নিশ্চিত করতে সকালে ভরপেট পুষ্টিকর নাস্তা দেওয়া জরুরি। অনেক মা শিশুর খাবার নিয়ে দুশ্চিন্তায় থাকেন। শিশুর খাবার একই সাথে মজাদার ও পুষ্টিকর হতে হবে। তাই ওটসের পায়েস হলো সব থেকে সহজ সমাধান।

উপকরণঃ

বেবি ওটস ৪ চামচ, একটা কলা, দুটো খেজুর, ২ চামচ বাদামের গুঁড়া ও দুধ।

রন্ধন প্রণালীঃ

প্রথমে পাত্রে ১ কাপ দুধ নিয়ে তাতে ৪ চামচ ওটস ঢেলে দিন। ৪/৫ মিনিট রান্না করুন এবার এতে কাটা খেজুর দিয়ে ভালো করে নেড়ে নিন। এবার খাবারটি বাটিতে ঢেলে এতে কেটে রাখা কলা ও বাদামের গুঁড়া ছিটিয়ে দিন। ব্যস হয়ে গেল আপনার শিশুর জন্য মজাদার ওয়টসের পায়েস। 


মন্তব্য
জেলার খবর