কত টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের সেই কালো টুপি

International
২৮ সেপ্টেম্বর ২০২৩

পপ সুপারস্টার মাইকেল জ্যাকসন। গানের জগতে এক কিংবদন্তী। তার গান যেভাবে সবাইকে মাতিয়ে রাখত, একইভাবে এই কিংবদন্তির নাচও সবাইকে মুগ্ধ করেছিল। তার সবচেয়ে জনপ্রিয় নাচ ছিল ‘মুনওয়াক’। প্রয়াত পপ কিংবদন্তি প্রথমবার ‘মুনওয়াক’ নাচের সময় যে কালো রঙের টুপি পরেছিলেন সেটি কিছুদিন আগে নিলামে তোলা হয়েছিল।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) প্যারিসে অনুষ্ঠিত হয় জ্যাকসনের মুনওয়াক হ্যাটের নিলাম। সেখানে মাইকেল জ্যাকসনের ওই কালো রঙের টুপিটি বিক্রি হয়েছে ৭৭ হাজার ৬৪০ ইউরোয়। যা বাংলাদেশি হিসেবে ৯০ লাখ ৬৮ হাজার ৩৫২ টাকা।

 এর আগে নিলাম প্রতিষ্ঠান দ্রুয়োত জানায় তাদের সংগ্রহে থাকা জ্যাকসনের হ্যাটটি নিলামে তুলবে। এর আনুমানিক মূল্য ৬০ হাজার থেকে ১ লাখ ইউরো।

 এ প্রসঙ্গে নিলাম হাউসটির সহ-সংগঠক পেরল বলেন, সে ব্যক্তি মনে করেছিল কনসার্ট সংশ্লিষ্ট কেউ এসে হ্যাটটি নিয়ে যাবে। কিন্তু হ্যাট কেউ নেয়নি এবং এরপর অজ্ঞাত সে ব্যক্তির কাছ থেকে হ্যাটটি আগ্রহী কয়েকজন সংগ্রাহকের হাত ঘুরেছে।

 ‘বিলি জিন’ গানটি করার সময় মুনওয়াক নাচ শুরু করেন মাইকেল জ্যাকসন। পরবর্তী সময়ে এই নাচ তার ‘ট্রেডমার্ক’-এ পরিণত হয়।

২০০৯ সালের ২৫ জুন মাইকেল জ্যাকসন মৃত্যুবরণ করেন। তবে তার জনপ্রিয়তা এখনও আকাশচুম্বী। 

 সূত্র: এসডিটিভি



মন্তব্য
জেলার খবর