ক্রিকেট নিয়ে বেশ সরব হয়ে উটেছে বিনোদন জগতে তারকারা। তামিমকে বাদ দেওয়ার পর থেকে চলছে নানা জল্পনা কল্পনা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর ক্রিকেটপ্রেমীরা মানতে পারছেন না তামিমবিহীন বিশ্বকাপ স্কোয়াড।
এবার সাকিব-তামিম ইস্যুতে মুখ খুললেন ঢালিউডের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি।
পোস্টে অভিনেতা লেখেন, ‘আমাদের এমন কেউ কি নেই, যে এই দুইজনকে একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেবে? কারণ একটা কথা তো আমরা সবাই জানি, যত বাড়বে বিভক্তি, ততই কমবে শক্তি। আমাদের সব চাইতে সম্মান করা বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা, এখানে তামিম-সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না। সবার উপরে দেশ জন্মভূমি, নেতৃত্ব আর ভালোবাসা। সেক্রিফাইস থাকলে সবই সম্ভব। উদাহরণ আমাদের বিজয় ১৯৭১।’
এর আগে এ বিষয়ে চিত্রনায়ক ওমর সানী ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে লেখেন, ‘আপনারা যারা নির্বাচক আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠত, আজকে এমন কি হলো কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ টিমেই নেই, মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন।’
ওমর সানী আরও লেখেন, ‘আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত তাহলে বলতাম আমি পদত্যাগ করলাম। সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।’