ইঁদুর মারা ফাঁদে পা পড়ায় প্রাণ গেল কৃষকের

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৩

ধানক্ষেতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে পা পড়ায় বিদ্যুৎস্পৃষ্টে  মফিজ উদ্দীন (৫৫) নামে এক কৃষক মারা গেছেন।

 বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মফিজ উদ্দীন একই এলাকার মৃত কাদের বক্স গাজীর ছেলে।

স্থানীয়রা জানায়, নিজের বাড়ির পাশে আমন ধান ক্ষেত ইঁদুরের উপদ্রব থেকে রক্ষায় আইলে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন মফিজ উদ্দীন। বুধবার সন্ধায় অসাবধানতাবসত সেই ফাঁদে পা পড়ে যায় তার। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ঘটনায় থানায় একটি  অপমৃত্যু মামলা হয়েছে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর