কুড়িগ্রামের উলিপুরে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
থেতরাই ভুমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জমিস উদ্দিনকে মারপিট ও সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (২৮ সেপ্টম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহাকারী সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মন্ত্রণালয়ের ওয়েব সাইটেও তার সাময়িক বরখাস্তের বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ পেয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, সাময়িকভাবে বরখাস্ত হওয়ার বিষয়টি আমি জানি। উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা জানান, অফিস বন্ধ থাকায় কোনো পত্র পাইনি। তবে বিভিন্নভাবে বিষয়টি শুনেছি।
বিডি/রোকন মিয়া/সি/এমকে