সাতক্ষীরার পাটকেলঘাটায় ফারুক হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী নাজমুল হোসেন বকুলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নাজমুল হোসেন বকুল কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
জানা যায়, মঙ্গলবার (২৬ সেপ্টেস্বর) দুপুরের পর ফারুক হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে বাদশা পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নয়ন,বকুল,রুবেলসহ ছয় জনের নাম উল্লেখ করা হয়।
আরও জানা যায়, বাদশা কলারোয়া বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। মঙ্গলবার (২৬ সেপ্টেস্বর) আইসিটি পরীক্ষা শেষে দুপুরে বাড়ি ফেরার সময় অশোকের মোড়ে তাকে মারধর করে তারই সহপাঠী নয়ন হোসেন ও লাকী হোসেন। পরে ফারুক হোসেন ঘটনাস্থলে গেলে নয়ন, লাকি, রুবেল হোসেন, ও নাজমুল হোসেন বকুলসহ কয়েকজন তাকে পিটিয়ে আহত করে। সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাটকেলঘাটা থানার উপপরিদর্শক ( এসআই) আমীর হোসেন জানান, আসামী বকুলকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে