তিন দিনের টানা ছুটিতে ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা শহর। ২ দিনের সাপ্তাহিক
ছুটির পাশাপাশি যুক্ত হয়েছে ঈদে মিলাদুন্নবীর ছুটি। রাজধানীর সবচেয়ে ব্যস্ত সড়কগুলো
ফাঁকা দেখা গেছে। অন্যান্য দিনের মতো জ্যাম চোখে পড়েনি। বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন
সড়কে এমন দৃশ্যই দেখা গেছে।
তিনদিনের ছুটি পেয়ে অনেকেই রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে গেছেন। ছুটি থাকায়
যারা ঢাকায় আছেন, তারা বের হননি ঢাকা থেকে।
ফলে সকাল থেকে ফাঁকা ছিল রাজধানীর সড়কগুলো। সকালে থেকেই সড়কে যাত্রীবাহী বাস, ট্রাক,
সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংখ্যা ছিল খুবই কম। প্রধান প্রধান সড়কগুলোয় যানবাহনের
চাপ ছিল না বললেই চলে।
সাধারণ দিনে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডে বাসে করে যেতে দেড় ঘণ্টার বেশি
সময় লাগে। কিন্তু ঢাকার সড়ক ফাঁকা থাকায় ২৫ মিনিটে কুড়িল বিশ্বরোড পৌঁছে আনন্দিত সাধারণ
যাত্রীরা।
আরআই