ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালের টিমে থাকা নিয়ে গরম হয়ে উঠেছে ক্রিকেট
পাড়া। এবার এ ইস্যু নিয়ে কথা বলেছেন মাশরাফি বিন মর্তুজা।
বৃহস্পতিবার ফেসবুকে দেয়া ভিডিওবার্তায় তামিম-সাকিব ইস্যুসহ বিভিন্ন বিষয়ে
কথা বলেছেন মাশরাফী।
মাশরাফী বলেন, 'তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়নি। ওর ক্লিয়ারলি ইনজুরি
ছিল। তবে বোর্ড ওর সঙ্গে কমফোর্টেবল ছিল। তামিমকেই অধিনায়ক হিসেবে দেখেছে। ইনজুরির
কারণে তামিম দলে থাকতে চায়নি। এটা ভুল সিদ্ধান্ত। তামিমের অধিনায়ক থাকা নিয়ে বোর্ডের
সমস্যা ছিলো না।'
বিশ্বকাপ দলে তামিমের না থাকা প্রসঙ্গে ম্যাশ বলেন, 'তামিম সবচেয়ে অভিজ্ঞ
ওপেনার। তামিম দলে থাকলে ভালো হতো। তামিমকে ক্রিকেট বোর্ড সুযোগ দিয়েছিল। তামিমের সঙ্গে
বোর্ডের কেউ একজন কথা বলেছে প্রথম ম্যাচটা না খেলতে কিংবা খেললেও নিচের দিকে ব্যাটিং
করতে। তামিম উত্তেজিত হয়ে গেছে। তামিমের আরও ধীরে আগানো উচিত ছিল।'