সুখবর দিল আবহাওয়া অফিস

রবি
২৯ সেপ্টেম্বর ২০২৩

টানা বৃষ্টির পর আশ্বিনের গুমোট তাপে দুর্বিসহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। এরই মধ্যে বৃষ্টিপাতের সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। আজ দেশের সব বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

 

আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

 

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর