যৌন নিপীড়নের অভিযোগ থেকে মুক্তি পেলেন গুনাথিলাকা

রবি
২৯ সেপ্টেম্বর ২০২৩

যৌন নিপীড়নের অভিযোগ থেকে ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে অব্যহতি দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সবশেষ অভিযোগ থেকে তাকে মুক্তি দিয়েছেন সিডনি আদালত। রায়ের পর দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এ ক্রিকেটার। তবে এখনও নিষিদ্ধ আছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে।

 

 

ডেটিং অ্যাপসের মাধ্যমে সিডনিতে এক নারীর সাথে দেখা করেছিলেন গুনাথিলাকা। সে ঘটনা কেন্দ্র করে তার বিরুদ্ধে আনা হয়েছিল চারটি যৌন সম্পর্কিত অভিযোগ। যার মধ্যে মে মাসে খারিজ হয়ে যায় তিনটি অভিযোগ। এবার শেষ অভিযোগেও নির্দোষ প্রমাণিত হয়েছেন গুনাথিলাকা। রায়ের পর গণমাধ্যমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান শ্রীলঙ্কান এ ক্রিকেটার।

 

গুনাথিলাকা বলেন, ‘বেশি কিছু বলার নেই। আমি মনে করি বিচারকমণ্ডলী সব কিছুই স্পষ্ট করেছেন। যারা আমার খারাপ সময়ে পাশে ছিলেন, তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। শেষ ১১ মাস আমার এবং আমার আইনজীবীদের জন্য অনেক কঠিন ছিল।’

 

 

গত নভেম্বর টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর গ্রেফতার করা হয়েছিল শ্রীলঙ্কান এই ব্যাটারকে। এরপর থেকেই বোর্ড থেকে নিষিদ্ধ করা হয় তাকে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর