ক’দিন বাদেই মাঠে গড়াচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে রানের খরায় ভুগছে লিটন
কুমার দাস। দলে তামিম না থাকায় শুরুটা ভালো করার দায়িত্বটা অনেকটা তার কাঁধেই থাকবে।
কিন্তু বিশ্বকাপে তিনি কতটা ভালো করতে পারবেন সেটা নিয়ে শঙ্কা রয়েছে বিভিন্ন মহলে।
কারণ গত কয়েকটি ম্যাচে রানের খরায় ভুগছেন তিনি।
তবে অধিনায়ক সাকিব আল হাসান তাকে নিয়ে বেশ আশাবাদী। বিশ্বকাপে লিটন দারুণ
কিছু করে দেখাবেন বলে মনে করেন তিনি। লিটনের পারফরমেন্সে পুরো বিশ্ব মুগ্ধ হবে বলেও
মনে করেন তিনি।
দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে টাইগার অধিনায়ক
জানিয়েছেন, তার বিশ্বাস, লিটন এবারের বিশ্বকাপে দারুণ কিছু করে দেখাবে।
সাকিব বলেন, ‘আমার কাছে কেন জানি মনে হয়, ও এই বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড়
হবে।’
চলতি বছর ১৬ ইনিংস ব্যাট করে মাত্র ২৪.১৪ গড়ে তার রান ৩৩৮। এশিয়া কাপ ও
নিউজিল্যান্ড সিরিজ মিলিয়ে সবশেষ চার ইনিংসে অবস্থা আরও নাজেহাল। যেখানে তার রান ৩৭,
সর্বোচ্চ ইনিংস ১৬ রানের। নিজের এমন পারফরম্যান্সে হতাশ লিটন নিজেও। নিউজিল্যান্ডের
বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ রানে আউট হওয়ার পর তাই ড্রেসিংরুমে প্রবেশের সময়
ব্যাট ভেঙে প্রকাশ করেছেন ক্ষোভ। এরপর তো শেষ ম্যাচে খেলেনইনি।
আরআই