নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করল বাংলাদেশ

রবি
২৯ সেপ্টেম্বর ২০২৩

নেপালের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে পারল না বাংলাদেশ নারী ফুটবল দল। জয়ের আশা জাগিয়ে ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এশিয়াডের শেষ ম্যাচটিতে জয় পাওয়া হলো না সাবিনা-সানজিদারা।

 

গ্রুপ ‘ডি’র শেষ ম্যাচে বৃহস্পতিবার হিমালয় কন্যাদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লাল সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে গোল করেন সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন।

 

নেপালের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ হলেও, প্রতিশোধের মঞ্চ হতে পারতো এ ম্যাচটা। চেনা প্রতিপক্ষ হওয়ায় ম্যাচের শুরু থেকেই সমানে সমান লড়াই করেছে দু'দল। ম্যাচের প্রথমার্ধ্বের বেশ কয়েকটি শট নেয় বাংলাদেশ। নেপালের শক্ত রক্ষণদুর্গ ভাঙতে না পারায় সেসব শট আর জালে জড়াতে পারেনি সাইফুল বারি টিটুর শিষ্যরা। ম্যাচের ৪১ মিনিটে ডি-বক্সের ভেতরে বেশ ভালো সুযোগ পায় বাংলাদেশ। তবে, বক্সের ভেতর খালি পেয়েও তা কাজে লাগাতে পারেনি কেউই।

 

এরপরই খোলে গোলভাগ্য। চেনা প্রতিপক্ষ নেপালের বিপক্ষে প্রথমার্ধ্বেই লিড নেয় লাল-সবুজ বাহিনী। কাণ্ডারি সাবিনা খাতুন বক্সের সামনে থেকে দূরপাল্লার শটে জালে জড়ান বল। ৪৪ মিনিটে উৎসবে মাতে বাংলাদেশ দল। ১-০তে এগিয়ে যায় তারা। জয়ের আশা জাগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দল।

 

দ্বিতীয়ার্ধ্বে মাঠে নেমেও নেপালের বিপক্ষে বেশ কয়েকটি আক্রমণ করে বাংলাদেশ। তবে পিছিয়ে পড়ে ম্যাচে সমতায় ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে হিমালয় কন্যারা। বিরতির পর ফ্রি কিক থেকে শট নিলেও, তা ঝাপিয়ে ধরেন দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার রুপনা চাকমা। মিস হয় গোলে বড় সুযোগ। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করে লিড ধরে রাখে বাংলাদেশ। তবে, ৮৩ মিনিটে ঘটে বিপত্তি। নেপালি ফরোয়ার্ড রেখা পোদেল গোল করে দলকে সমতায় ফিরিয়ে মাতেন উল্লাসে।

 

বাকি সময়ে আর চেষ্টা করেও এগিয়ে যেতে পারেনি সাবিনারা। ফলে প্রথমবারের মতো এশিয়ান গেমস মিশনটা বৃথাই গেল বাংলাদেশের। এশিয়াডের আগে এক নেপালের বিপক্ষে জয়েরই লক্ষ্য ছিল দলের। তবে শেষমেশ জয় ছাড়াই এশিয়ান গেমস শেষ করতে হলো দক্ষিণ এশিয়ার সেরা দলটার।

 

আরআই


মন্তব্য
জেলার খবর