আশ্বিনের গুমোট গরমে অতিষ্ট মানুষের জীবন। প্রচণ্ড দাবদাহে নাভিস্বাস উঠেছে।
এরই মধ্যে ঝড়-বৃষ্টির সুখবরর দিল আবহাওয়া অফিস। দেশের ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ
বৃষ্টি হতে পারে এছাড়া দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ
বৃষ্টির সম্ভবনা রয়েছে।
আবহাওয়া দফতরের দেয়া অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী,
রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা,
বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের
ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ- পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে
দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ।
এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী,
ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা
থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে
কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়।
আরআই