দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। এ বছরেই
ঘণ্টায় ১২০ কিলোমিটার গতির ট্রেন চালু করতে চায় সরকার। সমুদ্রসৈকত থেকে তিন কিলোমিটার
দূরে দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশনের নির্মাণ কাজও শেষের দিকে। ১৫-২০ অক্টোবর দোহাজারী-কক্সবাজার
রেললাইনে ট্রায়াল রান হবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। অক্টোবরের শেষ সপ্তাহ বা ২৮
অক্টোবর ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এটি উদ্বোধন হওয়ার পর নভেম্বর থেকে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হবে বলে
আশা করা হচ্ছে। তবে এখনই সরাসরি ঢাকা টু কক্সবাজার ট্রেন চলাচল শুরু হবে না বলে জানিয়েছেন
সংশ্লিষ্টরা। প্রথমে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল করবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রায়াল রানের জন্য চট্টগ্রামের পটিয়া স্টেশনে
প্রস্তুত রাখা হয়েছে একটি ট্রেন। যেটিতে রয়েছে ছয়টি বগি ও দুই হাজার ২০০ সিরিজের
একটি ইঞ্জিন। কোরিয়া থেকে আনা এসব বগির একেকটিতে ৬০ জন করে যাত্রী বসতে পারবেন। বর্তমানে
নগরের ষোলশহর থেকে দোহাজারী পর্যন্ত রেললাইনও পুরোদমে সংস্কার করা হচ্ছে।
পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার কোটি টাকা। এর মধ্যে শুধু কক্সবাজার
রেলওয়ে স্টেশনটি নির্মাণে ব্যয় হচ্ছে ২১৫ কোটি টাকা। সামগ্রিক প্রকল্পের কাজ প্রায়
শেষের পথে।
আরআই