মিয়ানমারের স্যাটেলাইট আটকে রেখেছে জাপান

১৪ মার্চ ২০২১

সেনা অভ্যুত্থানের জেরে মিয়ানমারের প্রথম স্যাটেলাইট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রেখেছে জাপান।

মিয়ানমার সরকারের অর্থায়নে মিয়ানমার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি (এমএইইউ) এবং জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় যৌথভাবে এক কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ে ওই স্যাটেলাইটটি নির্মাণ করেছে ।

এখন জাপানের মহাকাশ গবেষণা সংস্থা এবং জাপানি হোক্কাইডো বিশ্ববিদ্যালয় মিয়ানমারের স্যাটেলাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা। 

রয়টার্স


মন্তব্য
জেলার খবর