ইউরোপ ছেড়ে সৌদি আরব গিয়ে সসময়টা ভালোই কাটছে পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো
রোনালদোর। শুক্রবার সৌদি প্রো লিগে আল-তা’য়িকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। ড্র নিয়েই
মাঠ ছাড়তে হচ্ছিল আল-নাসরকে। তবে দলের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো শেষ পর্যন্ত জয়সূচক
গোল করে স্বস্তি এনে দেন।
নাসেরের পক্ষে রোনালদোসহ গোল করেছেন অ্যান্ডারসন তালিসকা। আল-তা’য়ির হয়ে
একমাত্র গোলটি করেছেন ভার্জিল মিসিদজান।
ম্যাচের ৩২ মিনিটে তালিসকার গোলে এগিয়ে যায় নাসর। তবে দ্বিতীয়ার্ধের ৭৯
মিনিটে সেই গোল শোধ করে খেলায় সমতা টানেন তা’য়ির ফরোয়ার্ড মিসিদজান। এভাবে ১-১ গোলের
সমতা নিয়েই শেষদিকে গড়ায় ম্যাচ। কিন্তু তখনই পেনাল্টির সুযোগ পায় রোনালদোর দল। আর সেই
পেনাল্টি শট থেকে সফল কিকের মাধ্যমে আল-নাসেরের জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা।
৮ ম্যাচ শেষে ৬টি জয় ও ২টি হার নিয়ে আল-নাসেরের পয়েন্ট দাঁড়িয়েছে ১৮-তে।
তাতে টেবিলের চারে রয়েছে দলটি। অপরদিকে সমান ম্যাচ খেলে ২ জয়, ১ ড্র ও ৫ হার নিয়ে আল-তা’য়ি
৭ পয়েন্ট নিয়ে রয়েছে ১২তম অবস্থানে। ৮ ম্যাচ থেকে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তালিকার
শীর্ষে রয়েছে নেইমার জুনিয়রদের দল আল-হিলাল।
আরআই