মন্তব্য
বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুনভাবে চেনাচ্ছেন দৌঁড়বীদ ইমরানুর রহমান। এশিয়ান
গেমসে স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি। চীনের হাংঝুতে শুক্রবার ১০০ মিটার ক্যাটাগরিতে
লড়াই করে সেমিফাইনালে উঠেছেন তিনি। দৌড় শেষ করতে এ অ্যাথলিট সময় নেন ১০.৪৪ সেকেন্ড।
৫ নম্বর হিটে প্রতিযোগিতা করে তৃতীয় হন ইমরানুর। নিয়ম অনুযায়ী প্রতিটি হিটের
চারজন সেমির টিকিট পান, সেমির টিকিট পেয়েছেন ইমরানুরও। শনিবার ফাইনালে ওঠার লড়াইয়ে
অবতীর্ণ হবেন তিনি।
বাংলাদেশের দ্রুততম মানবের খেতাব আগে থেকেই ছিল ইমরানুর রহমানের নামের পাশে।
গত বছর ১৬তম জাতীয় সামার অ্যাথলেটিকসেও সেই অর্জন ধরে রাখেন তিনি।
আরআই