পাকিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় বোমা হামলার ঘটনা ঘটেছে।
এতে অন্তত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরো ৫০ জন। দেশটির বেলুচিস্তান
প্রদেশের মাস্তুং জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এটি আত্মঘাতী বোমা হামলা
ছিল বলে ধারণা করছে পুলিশ।
মাস্তুং পুলিশের সহকারী কমিশনার আত্তাহুল মুনিম বলেছেন, শহরের আলফালাহ সড়কে
মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য যখন মুসলমানেরা সমবেত
হচ্ছিলেন, তখনি সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি)
গিশকোরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার গাড়ির কাছেই বিস্ফোরণটি হয়েছে। এ বিস্ফোরণে অপর
এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেন,
গুরুতর আহতদের কোয়েটার হাসপাতালে নেওয়া হয়েছে। সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা
হয়েছে।
আরআই