আসকান প্রামানিকের বামচোখে ছানি পড়েছে অনেকদিন হচ্ছে। একবার অস্ত্রোপচার করালেও সেরে উঠেনি। নতুন করে ডান চোখেও ছানি পড়েছে। অভাবের সংসার তার। নিজের তিন বেলা খাবার যোগাতেই যেখানে তাকে অন্যের অনুগ্রহের অপেক্ষায় থাকতে হয়, সেখানে চোখের চিকিৎসা করানো তার কাছে দিবাস্বপ্নের মতো।
ছেলে-মেয়ে আছে তার। মেয়েদের বিয়ে দিয়েছেন, ছেলেরাও বিয়ে করে পৃথক সংসার পেতেছেন। তারা বাবার চোখের চিকিৎসা নিয়ে খুব একটা ভাবেন না। তাই আগের মতো চোখে দেখা নিয়ে চরম অনিশ্চতা আর হতাশায় ধুকছেন আসকান প্রামাণিক।
এদিকে নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষু ক্যাম্পের প্রচার শুনে তিনি ছুটে এসেছেন চোখের চিকিৎসা নিতে। সেখানে তার ছানি পড়া রোগের চিকিৎসা দেওয়া হয়।
আসকান প্রামানিকের বয়স ৭৫ বছর, উপজেলার খুবজীপুর গ্রামের বাসিন্দা। শুধু আসকান প্রামানিক নয়, তাঁর মতো তজির উদ্দিন,শরিফ প্রামানিকসহ শতাধিক রোগী গুরুদাসপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন চোখের চিকিৎসা নিতে। তাদের সবার বিনামুল্যে লেন্স সংযোজন, ছানি অস্ত্রপচার, ওধুষ ও চশমা সরবরাহ,থাকা খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সষ্টিটিউট দিনব্যাপী ন্যাশনাল আই কেয়ার ক্যাম্প হয় এ স্বাস্থ্য কমপ্লেক্সে। এর আগে শুক্রবার খুবজীপুর অধক্ষ্য আব্দুল হামিদ কমপ্লেক্সে চক্ষু রোগী বাছাই করা হয়।
আই কেয়ার ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চোখের নানা রোগের ব্যবস্থাপত্র ও অস্ত্রপচারের ব্যবস্থা করা হয়। এর আগে সকালে ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব সাইদুর রহমান। এ সময় জেলা সিভিল সার্জন মশিউর রহমান,উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা মোজাহিদুল ইসলাম,চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শ্যামল,শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানান, গরীর রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া কিংবা অস্ত্রোপচার করনো কষ্টসাধ্য। তাই চক্ষু রোগীদের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন।
স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব সাইদুর রহমান জানান, এ চক্ষু ক্যাম্প আয়োজনের মাধ্যমে এলাকার গরীরসহ সব ধরনের রোগী উপকৃত হবেন।
বিডি/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে