পঞ্চগড়ে দিশেহারা সবজির ক্রেতারা

মো.সম্রাট হোসাইন,পঞ্চগড় থেকে
৩০ সেপ্টেম্বর ২০২৩

পঞ্চগড়ে সবজির চড়া দামে বিক্রি হচ্ছে মৌসুমি সব ধরণের সবজি। বাজারে কোনো সবজির কেজিই ৪০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে পেঁয়াজ ৭০-৮০ টাকা, কাঁচা মরিচ ২২০-২৪০ টাকা, আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। শনিবার (৩০ সেপ্টেম্বর) শহরের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এমন চিত্র চোখ পড়েছে। বাজারের এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, গত কয়েকদিন আগে ঝড় হওয়ায় সবজির গাছ মরে পঁচে যাচ্ছে। এতে বাজারে আমদানি কম হওয়ায় সবজির দাম বেড়েছে। নতুন সবজির আমদানি বাড়লে দাম কমে আসবে বলে ধারণা তাদের।

শনিবার প্রতি কেজি  কাঁচা মরিচ ২০০ থেকে দাম বেড়ে ২৪০ টাকা, রসুন ২৪০ টাকা, আদা ২৮০ টাকা,করলা ৬০ টাকা,ঢেঁড়স ৬০ টাকা,পটল ৫০ টাকা,মুলা ৬০ টাকা, কায়তা ৪০ টাকা, আলু ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা,সজি ৬০ টাকা, লালশাক ৪০ টাকা,পাট পুঁইশাক ৩৫-৪০ টাকা,বেগুন ৫০ টাকা, শশা ৫০ টাকায় বিক্রি হয়েছে।

পঞ্চগড় বাজারে আসা জালাসির বাসিন্দা আজিজার রহমান বলেন, বেশ কিছুদিন ধরে অতিরিক্ত দামে সবজি কিনে খাচ্ছি। এমন কোনো সবজি নেই বাজারে, যার দাম ৪০ টাকার নিচে। বাজার মনিটরিং করার জোর দাবি জানান তিনি।

বাজার করতে আসা অটোভ্যান চালক সৈয়দ আলী বলেন, আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য সবজির দাম হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন। আরেক ক্রেতা মশিউর রহমান বলেন, সবজির বাজারে গেলে দাম শুনে দিশেহারা হয়ে যাই। উপায় না পেয়ে পরিমাণের তুলনায় কম নিতে হয়।

পঞ্চগড় বাজারের খুচরা ব্যাবসায়ী মাহাবুব আলম রমজান আলী জানান, পাইকারি বাজার থেকে সবজি কেনার পর নানা ধরনের খরচ রয়েছে। সবমিলিয়ে যখন খুচরা দামে সবজি বিক্রি করছি, তখন দামটা বেড়ে যাচ্ছে। তারা আরও জানায়, চাহিদার তুলনায় মালের ঘাটতি। ঘাটতি পুরন হলেই দাম কমে আসবে

পঞ্চগড় কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা জানান, কিছুদিন পরে হয়তো সবজির দাম একটু কমতে পারে। আলু,পেঁয়াজ,রসুন আদা, মরিচ এগুলো পঞ্চগড়ের বাইরে থেকে আনতে হয়। তাই সেটা নির্ভর করে সেখানকার দামের উপর। বেশি দামে কিনলে বেশি দামে বিক্রি করতে হয়।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর